বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেয়া হবে না উল্লেখ করে বিএনপি নেতাদের অভিযোগ, সরকারের পতন ছাড়া চলমান সংকটের সমাধান সম্ভব নয়। সমঝোতা নয়, আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করবেন তারা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চলমান রাজনৈতিক সংকট মোকাবিলায় আলোচনার জন্য সরকারের গ্রিন সিগ্যনাল থাকলেও, তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে অনড় বিএনপি।
সোমবার (২৫ জুলাই) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন ও হতদরিদ্র মানুষদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠান শেষে, দলের ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান বলেন, জাতীয় নির্বাচনের আগেই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। আর তাই রাজপথে যুগপৎ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সদস্য মির্জা আব্বাস সরকারের সমালোচনা করে বলেন, দুর্নীতির কারণেই চলমান বিদ্যুৎ সংকট। কোনো পরিস্থিতিতেই সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না বিএনপি।
এর আগে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় অংশ নিয়ে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান হুঁশিয়ারি করে বলেন, সরকারের অধীনে নির্বাচনের চেষ্টা হলে কিংবা কেউ অংশ নিতে চাইলে প্রতিহত করা হবে।
সংলাপ কিংবা সমঝোতা নয়, নির্দলীয় সরকারের দাবি আদায়ে বিএনপি সরকার পতনের আন্দোলনে যাবে- এমনটাই জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
সরকারের পতন ছাড়া চলমান সংকট সমাধান সম্ভব নয়- এমন মন্তব্য করে তিনি বলেন, বিএনপির নেতৃত্বে আজকে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে যে আন্দোলন গড়ে তুলছে সেই আন্দোলনই হবে সরকার পতনের আন্দোলন। এ আন্দোলন হবে একদফার আন্দোলন, শেখ হাসিনা সরকারের পতন আন্দোলন। এ আন্দোলনের মধ্য দিয়ে দেশে একটি নির্দলীয় সরকার প্রতিষ্ঠা হবে, সেই সরকারের তত্ত্বাবধায়নে যে নির্বাচন হবে তার মধ্য দিয়ে দেশের জনগণ মুক্তি পাবে, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।’
এসময় রাজপথের আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান বিএনপির এ সিনিয়র নেতা।