কাতার ফুটবল বিশ্বকাপের স্টেডিয়াম ৯৭৪-এ খেলা চলাকালীন মাঠের প্রধান চিকিৎসক হিসেবে কর্মরত থাকবেন বাংলাদেশি নারী চিকিৎসক চট্টগ্রামের মেয়ে আয়েশা পারভিন। ৯৭৪ স্টেডিয়ামে ২০২১ সালের শেষদিকে অনুষ্ঠিত আরব কাপের দায়িত্বে ছিলেন বাংলাদেশি এই চিকিৎসক। তার সাফল্যে খুশি পরিবার, আত্মীয়-স্বজনসহ বাংলাদেশি কমিউনিটি।
চলতি বছরের ২১ নভেম্বর মাঠে গড়াবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। মধ্যপ্রাচ্যের দেশ কাতারের এই অনুষ্ঠিতব্য এই ফিফা ফুটবল বিশ্বকাপের স্টেডিয়াম ও অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে সব জায়গায় রয়েছে প্রবাসী বাংলাদেশিদের বড় ভূমিকা।
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে পরিবহন যোগ্য শিপিং কন্টেইনার ধারা নির্মিত কাতারের আন্তর্জাতিক ডায়াল কোড ও ৯৭৪ কন্টেইনার ব্যবহার করে নির্মিত স্টেডিয়ামে বিশ্বকাপ খেলা চলাকালীন মাঠের প্রধান চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশি নারী চিকিৎসক আয়েশা পারভিন। সুত্র-সময়