পদ্মা সেতুতে প্রথম জরিমানা দিলেন মাদারীপুরের আয়উব খান

মাহবুবুল হকঃ

পদ্মা সেতু দেখতে গিয়ে প্রথম ব্যক্তি হিসেবে জরিমানার মুখে পড়েছেন মাদারীপুরের আয়উব খান (২৮)। তিনি শিবচর উপজেলার কাঁঠালবাড়ি এলাকার বাসিন্দা।

রোববার (২৬ জুন) দুপুর সোয়া ২টার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তে টোল প্লাজায় তাকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন শরীয়তপুরের জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা।

তিনি জানান, সরকারি আইনের বাইরে যে বা যারা এই সেতুতে অনিয়ম করবে, তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। আয়উব খানের হেলমেট না থাকায় তাকে ১০০ টাকা জরিমানা করা হয়।

স্বপ্নের পদ্মা সেতু খুলে দেয়ার পর মোটরসাইকেল নিয়ে সরকার নির্ধারিত টোল দিয়ে সেতুতে প্রবেশ করেন আয়উব খান। এ সময় হেলমেট না থাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ১০০ টাকা জরিমানা করেন। জরিমানা দিয়ে ছাড়া পান তিনি।


আয়উব খান দেশের বৃহৎ এই সেতুতে প্রথম জরিমানা দেয়া ব্যক্তি। এ বিষয়ে আয়উব খান বলেন, ‘স্বপ্নের পদ্মা সেতু ঘুরতে এসেছিলাম। পুরো সেতু ঘুরে দেখার আগেই গুনতে হয়েছে জরিমানা। মূলত হেলমেট না থাকায় এই জরিমানা দিতে হয়েছে। তবু ভালো লাগছে স্বপ্নের এই সেতু দেখতে পেরে।’
Share: