sita

সীতাকুণ্ড থেকে সারারাত …. …. …. …. ..
সীতাকুণ্ড থেকে সারারাত
শুধু ভস্মক্রম –
শুধু দুঃসহ দৃশ্য আসে,
শুধুই আগুন;
আগুন দেখতে গিয়ে
দু’হাতে দু’চোখ ঢাকে লিনু
আর্তচিৎকার শুনে শুনে
কাঁপে,কাঁদে
কাঁদতে কাঁদতে বলে-
এইসব আর্তধ্বনি কেন
কবিতায় ধরছো না ?
কী করে বোঝাই তারে আমি
মানুষের কান্না দেখে
আমার শুধু কান্নাই আসে,
কবিতা আসে না….
কবি জিয়া সাঈদ