gai

গাইবান্ধার ফুলছড়িতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকসহ আহত হয়েছেন বেশ কয়েকজন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সমাবেশে পুলিশ-বিএনপি বাগ্‌বিতণ্ডা-হাতাহাতি

বাংলার সময় ডেস্ক
১ মিনিটে পড়ুন

গাইবান্ধার ফুলছড়িতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়। এ সময় অনুমতি না থাকায় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী বাধা দিলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়।

এ নিয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে স্থানীয় এক সাংবাদিক ছবি সংগ্রহ করলে তার ওপর চড়াও হয় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা। এতে ওই সাংবাদিক গুরুতর আহত হন। এছাড়া সংঘর্ষে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

আরও পড়ুন: মাগুরায় পুলিশি বাধায় বিএনপির সমাবেশ পণ্ড

পুলিশ বলছে, বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়েই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। কাউকে ইচ্ছাকৃতভাবে আঘাত করা হয়নি।

পরে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সদস্যরা দায়ী পুলিশ সদস্যের শাস্তি ও অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করে।