মহান স্বাধীনতা দিবসে এক তরুণ নিজ উদ্যোগে কক্সবাজার-টেকনাফ দীর্ঘ মেরিন ড্রাইভের তিন কিলোমিটার সড়ক সাজিয়েছেন লাল সবুজের পতাকায়। সেখানে যেমন টাঙানো হয়েছে জাতীয় পতাকা, তেমনি হাজারো ফুল দিয়ে নির্মাণ করা হয়েছে স্বাধীন বাংলাদেশের মানচিত্র। স্বাধীনতা দিবসে এই ধরনের ভিন্ন আয়োজন যা দেখে মুগ্ধ পর্যটকসহ স্থানীয়রা।
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত; তার পাশেই দেশের দীর্ঘ কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক। এ সড়কের তিন কিলোমিটার জুড়ে শোভা পাচ্ছে লাল-সবুজের পতাকা। যা করা হয়েছে মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল থেকে ইনানী পর্যন্ত।
বাঁশের খুঁটিতে টাঙানো হয়েছে লাল-সবুজের পতাকা। মেরিন ড্রাইভ সড়কের এক পাশে শোভা পাচ্ছে বাঁশের খুঁটিতে টাঙানো এসব সারি সারি জাতীয় পতাকা।
সাগরের ঢেউ আছড়ে পড়ছে উপকূলে, ডিঙি নৌকা পড়ে আছে বালিয়াড়িতে। এসবের সামনেই নির্মাণ করা হয়েছে হাজারো ফুল দিয়ে স্বাধীন বাংলাদেশের মানচিত্র। মহান স্বাধীনতা দিবসে এ আয়োজন দেখে মুগ্ধ মেরিন ড্রাইভ ভ্রমণে আসা পর্যটকসহ স্থানীরা।