মাহবুব বাশারঃ
সুরমা মেইল ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৭ মার্চ) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর কুর্মিটোলায় ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কুর্মিটোলা স্টেশনের সিনিয়র অফিসার মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি সময় নিউজকে জানান, ৯ নং সুরমা মেইল যাত্রীবাহী ট্রেনটি ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে পৌঁছালে ইঞ্জিনে আগুন লেগে যায়। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে কেউ হতাহত হয়নি।
তিনি আরও বলেন, আগুন লাগার ঘটনায় পুরো ইঞ্জিনটি নষ্ট হয়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে বড় ধরণের দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে।