রাশিয়ার নিন্দা না করায় বাংলাদেশকে টিকা দেবে না লিথুয়ানিয়া

ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভোট দিতে বিরত থাকার পর বাংলাদেশে করোনাভাইরাসের টিকা সরবরাহ বন্ধ করে দিয়েছে লিথুয়ানিয়া।

বাল্টিক দেশটির প্রধানমন্ত্রীর মুখপাত্র রাসা জাকিলিয়াটেনি এমন খবর দিয়েছেন।

সপ্তাহখানেক আগে বাংলাদেশে চার লাখ ৪৪ হাজার ৬০০ ডোজ ফাইজারের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেন থেকে তাৎক্ষণিকভাবে মার্কিন সেনাদের প্রত্যাহারে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।

দুদিনের বিতর্ক শেষে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৪১টি দেশ পক্ষে ভোট দিয়েছে। যদিও এই প্রস্তাব বাস্তবায়নে দেশগুলোর জন্য কোনো বাধ্যবাধকতা নেই।

প্রস্তাবে ৩৫টি দেশ ভোটদানে বিরত ছিল, যার মধ্যে একটি বাংলাদেশ। বিপক্ষে ভোট দিয়েছে ইরিত্রিয়া, উত্তর কোরিয়া, সিরিয়া, বেলারুশ ও রাশিয়া। প্রস্তাবে রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক নিন্দা জানানো হয়েছে।

এ সময়ে ইউক্রেনের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ঐক্য ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ।

Share: