কবিতার নাম: পুষ্প ও গোলাপ

হে পুষ্প তোমার সৌন্দর্য ও হাসি দেখে মুগ্ধ মম

। তোমার উপমা কখনো হরেকরকমের গোলাপের মত।

যে গোলাপের রয়েছে নানা রহস্য ও হরেক রমক ব্যবহার।

কখনো বা এ ফুল হয় ভালোবাসার লাল গোলাপ

যে গোলাপের সঙ্গ আছে প্রেমের দেবী আফ্রোদিতের ।

এ লাল গোলাপের কুঁড়ি হলো পবিত্রতা ও শান্তির প্রতীক।

সাদা গোলাপ হলো নতুন করে সম্পর্ক শুরুর বাহন ও

মাধ্যম এ পুষ্পের সাদা কুঁড়ি হলো নারীত্বের প্রতীক।

কখনো বা সাদা ও লাল গোলাপ মিলে হয় একতার

প্রতীক। গোলাপি গোলাপ’ হলো কৃতজ্ঞতা ও ভালোলাগার প্রতীক।

মনের ভাষা বোঝাতেও এ গোলাপি গোলাপের ব্যবহার হয়

কমলা গোলাপ হলো আকাঙ্ক্ষা ও উদ্যমতার প্রতীক

হলুদ গোলাপ হলো বন্ধুত্ব ও সাহচর্য প্রকাশের বাহন ও মাধ্যম।

লাল ও হলুদ গোলাপ মিলে হয় প্রেম শুরুর ইঙ্গিত।

পিচরঙা গোলাপ হলো সততা ও নৈতিকতার প্রতীক

রক্তবেগুনী গোলাপ হলো বিশ্বস্ততার প্রতীক।

হে প্রিয় তোমাকে বরণ করে নিতে চাই

হরেকরকমের গোলাপ দিয়ে।

যেখানে তুমি হবে এক পুষ্প কন্যা ও সৌন্দর্যের প্রতীক

সাজাবে আমাদের কানন ও রাজ্য মনের মত।

লেখক: মোঃ হাবিবুর রহমান কবি ও লেখক।

mirmohammadhabib@gmail.com

Share: