শিক্ষার্থীর চুল কাটা তদন্তে কমিটি, অনশনে শিক্ষার্থীরা

প্রেস ওয়াচ রিপোর্টঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্তৃক ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেলকে কমিটির প্রধান করা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গঠন করা এই কমিটিকে যত দ্রুত সম্ভব তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

অন্যদিকে, অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে শিক্ষক পদ থেকে বহিষ্কারের জন্য আমরণ অনশন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাকে বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত না করা পর্যন্ত এই অনশন চলবে বলে জানান শিক্ষার্থীরত

এদিকে বুধবার রাত ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীরা ছাড়াও অন্যান্য বিভাগের আরও কিছু শিক্ষার্থী তাদের সঙ্গে এই অনশনে যোগ দেন।

Share: