মঈন খান : চলো যাই মামার বাড়ি গল্প করি আড্ডা মারি কিনা মধুর আমেজ কত না ভালোলাগা কতো না ভালোবাসি l
মামার বাড়িতে যাব মাছ ধরবো সুইমিং পুলে গোসল করব আড্ডা দিবো ঘুরবো কিন্তু হচ্ছে না কারণ লকডাউন শাটডাউন বিধি নিষেধ আরো কত কি
তাই মন চায় যেতে তবু পারিনা কারণ আমরা বিশেষ দুর্যোগের মধ্যে অবস্থান করছি তারপরে মন
বলে চলো যাই মামার বাড়ি ঘুরি-ফিরি আড্ডা মারি l
জয় মামা বাড়ি, জয়…….