গাজীপুরে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে বিকল লরির সঙ্গে ট্রেনের সংঘর্ষ, আহত ৫

ডেইলি প্রেসওয়াচ রিপোর্টঃ শুক্রবার (১৩ আগস্ট)

গাজীপুরে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের মিরেরবাজার এলাকায় গ্যাসবাহী লরির সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচ পথচারী আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। টঙ্গী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হালিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জেএমআই এলপিজি গ্যাসের একটি লরি মিরেরবাজার রেল লাইন পার হচ্ছিল। এ সময় লরিটি রেল লাইনে ওঠার পর হঠাৎ বিকল হয়ে পড়ে। একই সময়ে ঢাকা থেকে যাত্রীবাহী তিতাস ট্রেন চট্টগ্রামের দিকে যাচ্ছিল। টঙ্গী স্টেশন পার হওয়ায় ট্রেনের গতি কম থাকলেও থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।

 ড /প্রে/ও জান্নাতুল মাওয়া/

Share: