সাবেক আইন মন্ত্রী আব্দুল মতিন খসরু’র মৃত্যুতে বেরোবি’র প্রফেসর ড.নাজমুল আহসান কলিমুল্লাহ’র শোক প্রকাশ

প্রেসওয়াচ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য, সাবেক আইন মন্ত্রী, কুমিল্লা ৫ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মম্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি, প্রবীণ আইনজীবী, মহান স্বাধীনতা যুদ্ধের অগ্রজ সৈনিক বীর মুক্তি যোদ্ধা এডভোকেট আব্দুল মতিন খসরু’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যাল (বেরোবির),রংপুর এর  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমুল্লাহ বিএনসিসিও। আজ বুধবার (১৪ এপ্রিল, ২০২১) অনুমানিক বিকাল ৫ ঘটিকায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

এক শোক বার্তায় বেরোবির  ভাইস-চ্যান্সেলর মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার,পরিজন,সহকর্মী, গুনগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।শোক বিবৃতিতে প্রফেসর মেজর নাজমুল আহসান কলিমুল্লাহ বিএনসিসিও বলেন, এডভোকেট আব্দুল মতিন খসরু’র বর্ণাঢ্য কর্মময় জীবনে একাধারে ছিলেন প্রথিতযশা আইনজীবী ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। তিনি আইন মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন কালে ১৯৯৬ সালের ১২ ই নভেম্বর ইতিহাসের সবচেয়ে কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ বাতিলের আইন জাতীয় সংসদে পাশ হয় এবং বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচারের পথ সুগম হয়। ১৯৭১ সালে মহান মুক্তি যুদ্ধে সম্মুখ সারিতে থেকে গৌরব উজ্জ্বল ভূমিকা রেখেছেন। বেরোবির ভাইস-চ্যান্সেলর বলেন, আব্দুল মতিন খসরু’র মতো প্রাঞ্জ আইনজীবী ও রাজনীতিবিদের মৃত্যু দেশের আইন ও রাজনৈতিক অঙ্গনের জন্য অপুরণীয় ক্ষতি।

Share: