গড় আয়ু বৃদ্ধিতে ভ্যাকসিনের অবদান অনেক: স্বাস্থ্যমন্ত্রী
দিলরুবা আক্তারঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন , আমাদের দেশের মানুষের যে গড় আয়ু বেড়েছে তাতে ভ্যাকসিনের বড় অবদান রয়েছে। মাতৃ ও শিশুমৃত্যু কমানোর পেছনেও ভ্যাকসিনের অবদান আছে। দেশের মানুষ ভ্যাকসিনের সঙ্গে পরিচিত, কাজেই আমি মনে করি তারা বিভ্রান্তিতে পড়বে না। বিভ্রান্তি তৈরি করে দেশের মানুষের ক্ষতি হোক এটা আমরা চাই না।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন কার্যক্রমের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখানে আমি কোনও অপপ্রচার দেখি না। ভ্যাকসিন আনা হয়েছে বাংলাদেশের মানুষকে করোনা থেকে রক্ষা করার জন্য। আমরা মানুষের জীবন রক্ষার জন্য কাজ করছি। গত নয় মাস আমরা কাজ করে যাচ্ছি। কাজেই ভ্যাকসিন আমাদের জন্য কোনও রাজনীতি নয়। যারা ভ্যাকসিন নিয়ে বিরূপ প্রচারণা করে আমি মনে করি তারা ভালো কাজ করছে না।
তিনি আরও বলেন, ভ্যাকসিন একটি চিকিৎসার উপকরণ। যেটা বাংলাদেশে সফলতার সঙ্গে চলছে দীর্ঘদিন যাবত। ভ্যাকসিন কার্যক্রম ভালভাবে পরিচালনা করার জন্য প্রধানমন্ত্রী ‘ভ্যাকসিন হিরো’ হয়েছেন।
কুর্মিটোলা থেকে স্বাস্থ্যমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান।
জাহিদ মালেক বলেন, যখন ভ্যাকসিন আসেনি তখন কিছু সমালোচনাকারী আমরা ভ্যাকসিন আনতে পারবো কিনা তা নিয়ে সন্দেহ পোষণ করেছিল। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশে ৭০ লাখ ভ্যাকসিন ইতোমধ্যেই নিয়ে এসেছেন তখন কিছু সমালোচনাকারী এই ভ্যাকসিনের বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়িয়ে দিচ্ছে। এই ভ্যাকসিন ইউকে,ভারতসহ অনেক দেশেই পরীক্ষিত হয়েছে। কোভিড-১৯ এর সকল ভ্যাকসিনের তুলনায় অক্সফোর্ডের এই ভ্যাকসিন বেশি নিরাপদ।
Related News
গড় আয়ু বৃদ্ধিতে ভ্যাকসিনের অবদান অনেক: স্বাস্থ্যমন্ত্রী
দিলরুবা আক্তারঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন , আমাদের দেশের মানুষের যে গড় আয়ু বেড়েছে তাতেRead More
বিদেশগামীদের জন্য আরও ২১ ল্যাব
ডেইলি প্রেসওয়াচ রিপোর্টঃকরোনাভাইরাস পরীক্ষার জন্য বিদেশযাত্রীদের জন্য সরকার আরও ২১টি বেসরকারি পরীক্ষাগারের অনুমোদন দিয়েছে। সেইসঙ্গেRead More