আওয়ামীলীগ জনতার দল বলেই জনগণের পাশে থাকে সবমময়-শহীদ সেরনীয়াবাদ।দেশ বিরোধী চক্রান্ত রুখে দাড়াতে হবে-কিবরিয়া মজুমদার

ডেইলি প্রেসওয়াচ/মাহবুব বাশারঃ আওয়ামীলীগ জনতার দল বলেই জনগণের পাশে থাকে সবমময়। আওয়ামীলীগ সরকারে থাকলেও মেহনতি মানুষের পাশে থেকে দুঃখ দুর্দশা মোকাবেলা করে ক্ষমতায় না থাকলেও জনতার পাশে থাকে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ, ঢাকা মহানগর(দক্ষিণ) এর সহ সভাপতি শহীদ সেরনীয়াবাদ। সবুজবাগ থানাধীন নয়াবাগ সংসদ আয়োজিত  শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদানকালে এই কথা বলেন।বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়য়ের উপ সচিব এ কে এমজি কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের কাউন্সিলর নাসরিন  আহাম্মেদ, সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মুরাদ,দক্ষিনগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বাসির আহমেদ রতন, আবুল কালাম আজাদ।

সভাপতির বক্তব্যে এ কে এমজি কিবরিয়া বলেন, আওয়ামীলীগের সঙ্গে এদেশের নাড়ীর সম্পর্ক রয়েছে। তাই আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় । উন্নয়নের জোয়ার দেখেই তার প্রমাণ পাওয়া যায় । কিন্তু একটি গোষ্ঠী উন্নয়নের জোয়ার দেখে হিংসায় ভারসাম্যহীন হয়ে পড়েছে  এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পাঁয়তারা করছে। তাই এর বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।এক্ষেত্রে এদেশের বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি তরুণদের এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে বক্তব্য পর্ব শেষে অতিথিরা শীতার্তদের মাঝে কম্বল বিতরণ  করেন এবং অসহায় ও পীড়িত মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আমিন উদ্দিন খাঁন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন সরকার,বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, দক্ষিনগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি শ্রী সত্যজিৎ  মণ্ডল, চারণ কবি ইন্দ্রজিৎ মণ্ডল,ইয়ং ইউনিটির নাজমুল করিম, নয়াবাগ সংসদ এর প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক দিপু সিদ্দিকী,কুসুমবাগ জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সাখাওাত হোসেন তপন, আওয়ামীলীগনেতা ডালিম প্রমুখ।

Share: