কচুয়ায় ড. মুনতাসীর মামুনের মায়ের দাফন সম্পন্ন

প্রেসওয়াচ রিপোর্টঃ চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী দলীয় সাবেক সংসদ সদস্য মরহুম মিসবাহ উদ্দীন খানের স্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও একুশে পদকপ্রাপ্ত ড. মুনতাসীর মামুনের মা জাহানারা খানের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার বাদ মাগরিব নামাজের পরে কচুয়ার গুলবাহার আশেক আলী স্কুল এন্ড কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। এর আগে তিনি গত এপ্রিল মাসে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাসায় ফিরেন। মৃত্যুকালে ৩ ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, মরহুমের বড় ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস   বিভাগের অধ্যাপক ও একুশে পদকপ্রাপ্ত ড. মুনতাসীর মামুন, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিম উল্লাহ, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা শাহজাহান শিশির,ইমাম হাসান মজুমদার মেহেদী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড.হেলাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা ফয়েজ আহমেদ স্বপন,পৌর আওয়ামীলীগের সভাপতি মো.আক্তার হোসেন সোহেল ভূইয়া, অস্ট্রলিয়া সিডনী শাখার আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.ফয়সাল আজাদ,কচুয়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ মো.জালাল উদ্দিন চৌধুরী,চাঁদপুর -১ পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান তৌহিদুল ইসলাম খোকা,ইউপি চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম লালু, ইমাম হোসেন সোহাগ,মোস্তাফিজুর রহমান জুয়েল,আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.মিজানুর রহমান,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান,উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক সোহাগ উদ্দিন,সাবেক সভাপতি ইব্রাহিম খলিল বাদল,সাদারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজসহ উপজেলার আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ এবং সহযোগী সংগঠন ও উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে পদকপ্রাপ্ত ড. মুনতাসীর মামুনের মা জাহানারা খান বার্ধক্যজনিত কারণে শনিবার ভোর ৫টায় ঢাকা কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

 

Share: