ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক কাজল হাজরা

বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ২০২০-২০২২ নির্বাচনে সভাপতি পদে গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক পদে কাজল হাজরা নির্বাচিত হয়েছেন। সোমবার (২৮ ডিসেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ৯টায় নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় এবং বেলা ৪টা পর্যন্ত চলে। ২০২০-২২ দ্বিবার্ষিক নির্বাচনে ১৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৩২ জন। সভাপতি পদে প্রার্থী ছিলেন গোলাম মোস্তফা ও শফিউদ্দিন আহমেদ বিটু। সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেছেন কাজল হাজরা ও কাজী বোরহান উদ্দিন। এছাড়াও সহ-সভাপতি পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরমধ্যে নির্বাচিত হবেন দুইজন। যুগ্ম সম্পাদক পদে প্রার্থী রয়েছেন তিন জন।
সংগঠনের মোট ভোটার সংখ্যা ১৮১ জন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন স্বপন দাশগুপ্ত।
প্রসঙ্গত, ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৃষ্ঠপোষকতায় এই সংগঠনের যাত্রা শুরু হয়।
Related News
সাংবাদিক মিজানুর রহমান খান লাইফ সাপোর্টে
শাহ সুলতান নবীনঃ দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান লাইফ সাপোর্টে আছেন। রবিবারRead More

ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক কাজল হাজরা
বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ২০২০-২০২২ নির্বাচনে সভাপতি পদে গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক পদে কাজল হাজরাRead More