স্বপ্ন হলো দৃশ্যমান -ইয়াফেস ওসমান

স্বপ্ন হলো দৃশ্যমান -ইয়াফেস ওসমান

শেখ হাসিনার অবদান
পূর্ণ হলো পদ্মা সেতু
স্বপ্ন হলো দৃশ্যমান

পূর্ণ হলো পদ্মা সেতু
স্বপ্ন হলো দৃশ্যমান
নিজের টাকায় পদ্মা সেতু
বীর বাঙালি রাখল মান।

পূর্ণ হলো পদ্মা সেতু
স্বপ্ন হলো দৃশ্যমান
বিশ্ব জুড়ে সবার জানা
নয়কো কার দয়ার দান।

পূর্ণ হলো পদ্মা সেতু
স্বপ্ন হলো দৃশ্যমান
সেতু সাথে বাংলাদেশের
মান রক্ষার উপাখ্যান।

পূর্ণ হলো পদ্মা সেতু
স্বপ্ন হলো দৃশ্যমান
পিতার কন্যা পিতার মতই
সদাই তিনি একজবান ।

পূর্ণ হলো পদ্মা সেতু
স্বপ্ন হলো দৃশ্যমান
কন্যা দিলেন অপবাদের
জুতসই তার জবাবখান।

পূর্ণ হলো পদ্মা সেতু
স্বপ্ন হলো দৃশ্যমান
চেষ্টা করিলে আমরাও পারি
কাজেই হলো তার প্রমাণ।

পূর্ণ হলো পদ্মা সেতু
স্বপ্ন হলো দৃশ্যমান
কোটের রায়ে বাতিল হলো
মিথ্যা তোলা ঝড় তুফান।

পূর্ণ হলো পদ্মা সেত
স্বপ্ন হলো দৃশ্যমান
বলছে লোকে জননেত্রীর
উপযুক্ত জবাবদান।

পূর্ণ হলো পদ্মা সেতু
স্বপ্ন হলো দৃশ্যমান
পিতার মতই কন্যা সদায়
রাখছে জাতি দেশের মান।

পূর্ণ হলো পদ্মা সেতু
স্বপ্ন হলো দৃশ্যমান
“দাবায়ে রাখতে পারবনা “
কন্যা দিলেন তার প্রমাণ।

পূর্ণ হলো পদ্মা সেতু
স্বপ্ন হলো দৃশ্যমান
দেশের লাগি কন্যার এ এক
সত্যি কারের অপার দান।

পূর্ণ হলো পদ্মা সেতু
স্বপ্ন হলো দৃশ্যমান
সৎ সাহসী নেত্রী মোদের
পদ্মা সেতু তার প্রমাণ ।

পূর্ণ হলো পদ্মা সেতু
স্বপ্ন হলো দৃশ্যমান
পিতা কন্যার অমর কীর্তি
ইতিহাসে রবে অম্লান।

পূর্ণ হলো পদ্মা সেতু
স্বপ্ন৷ হলো দৃশ্যমান
ছয় দশমিক ১৫ কিলোমিটার
দেখতে জবর আলী শান।

পূর্ণ হলো পদ্মা সেতু
স্বপ্ন হলো দৃশ্যমান
সত্য পথে আল্লাহ সহায়
সদায় তিনি মেহেরবান।।

স্থপতি ইয়াফেস ওসমান, কবি ও রাজনীতিবিদ।

রজন ভট্টাচার্য ও সুবল বিশ্বাসঃ
_______________________________________
২০০১ সালের চার জুলাই পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্হাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন
থেকেই দেশের মানুষ গুরুত্বপূণ এই সেতু নির্মাণের স্বপ্ন দেখতে শুরু করেন। এরই মধ্যে কেটেছে ১৯ বছরের বেশি সময়। আর বৃহস্পতিবার দুপুর ১২টা দুই মিনিটে
দেশে আরএকটি নতুন ইতিহাস সৃষ্টি হয়। পদ্মা সেতুতে
সর্বশেষ স্প্যান বসানো হয়েছে এই মাহেন্দ্রক্ষণে। যুক্ত হয়েছে মাওয়া – জাজিরা দুই প্রান্ত। দৃশ্যমান হয়েছে ছয়
দশমিক ১৫ কিলোমিটারের সেতুটি।এরমাধ্য দিয়ে পূর্ণতা পেয়েছে স্বপ্ন।
(জনকন্ঠ শুক্রবার ১১ই ডিসেম্বর ২০২০)

Share: