রংপুরে এরিস্টোফার্মার বিক্রয় প্রতিনিধিকে হত্যার দায়ে দুই আসামির ফাঁসির আদেশ

রংপুর

আসামিরা হলো– মোশারফ হোসেন ও শফিকুল ইসলাম শফি।

মামলা সূত্রে জানা গেছে, রেজাউল করিমকে চাকরিসূত্রে প্রায়ই বদরগঞ্জে যেতে হতো। আসামিরা তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে।  না দিলে তাকে বদরগঞ্জে ওষুধ বিক্রি করতে দেবে না বলে হুমকি দেয়। টাকা দিতে অস্বীকার করলে তাকে হুমকি দেয় আসামিরা। ২০০৯ সালের ৮ ডিসেম্বর আসামিরা রেজাউলকে ছুরি দিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী ফরিদা পারভীন বাদী হয়ে বদরগঞ্জ থানায় আসামিদের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। বাদীর বাড়ি জামালপুর জেলার মেলানদহ উপজেলার চর ঘোষের পাড়া গ্রামে।

দীর্ঘ তদন্ত শেষে এসআই সরেশ চন্দ্র দুই আসামির বিরুদ্ধে দণ্ডবিধি আইনের ৩০২ ধারায় চার্জশিট দাখিল করেন। মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বিজ্ঞ বিচারক আসামিদের বিরুদ্ধে এ রায় দেন। বিচারক রায়ে উল্লেখ করেন, আসামিরা গ্রেফতার হওয়ার পর রায় কার্যকর হবে।

অ্যাডভোকেট জয়নাল আবেদীন অরেঞ্জ বলেন, ‘এ রায়ে আমরা সন্তুষ্ট। আমরা ন্যায়বিচার পেয়েছি।’

অন্যদিকে আসামি পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে ছিলেন অ্যাডভোকেট আরিফুল হক বসুনিয়া। তিনি এ রায়ের বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

Share: