রৌমারীর তিন ইউনিয়নে নির্বাচন আজ, অধিকাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

কুড়িগ্রাম

ডেইলি প্রেসওয়াচ রিপোর্টঃ বৃহস্পতিবার ( ১০ ডিসেম্বর) কুড়িগ্রামের রৌমারী উপজেলার তিন ইউনিয়নে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার দাঁতভাঙা, বন্দবেড় ও চর শৌলমারী ইউনিয়নে মোট ২৮ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, যার অধিকাংশই ঝুঁকিপূর্ণ। তবে নির্বাচন সুষ্ঠু করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্র জানায়, তিন ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট ২১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ২৮টি কেন্দ্রে ভোট গ্রহণ  হবে তবে এর অধিকাংশই ঝুঁকিপূর্ণ কেন্দ্র।

সূত্র জানায়,  দাঁতভাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ জন প্রার্থী। এই ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২২ হাজার ৫৭১ জন। পুরুষ ভোটার ১১ হাজার ২৬৯ জন এবং মহিলা ভোটার ১১ হাজার ৩০২ জন। এই ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ১০টি যার সবকটিই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে উপজেলা নির্বাচন অফিস।

চরশৌলমারী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৯ জন প্রার্থী। এই ইউনিয়নে মোট ভোটার ২০ হাজার ৪১ জন। ৯টি ভোট কেন্দ্রে পুরুষ ভোটার ৯ হাজার ৮৯৭ জন এবং  মহিলা ভোটার ১০ হাজার ১৪৪ জন। এই ইউনিয়নে মোট ৯ টি ভোট কেন্দ্রের মধ্যে ৬ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানা গেছে।

বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৫ জন প্রার্থী। এ ইউনিয়নে মোট ভোটার ২৫ হাজার ৬১৯ জন। পুরুষ ভোটার ১২ হাজার ৬৫৪ জন এবং মহিলা ভোটার ১২ হাজার ৯৬৫ জন। এখানে ৯টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে।

রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান জানান, তিনটি ইউনিয়নের মধ্যে দাঁতভাঙা ইউনিয়নের সবকটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এছাড়াও চর শৌলমারী ইউনিয়নে ৬ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

ঝুঁকি বিবেচনায় পুলিশ পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনি দায়িত্ব পালন করবে এমন দাবি করে পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান জানান, ২৮টি কেন্দ্রে মোট ৪৭০ জন পুলিশ সদস্য, ৪৭৬ জন আনসার সদস্যসহ র‌্যাব ও পুলিশের পর্যাপ্ত সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়াও সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে তিন ইউনিয়নে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

Share: