আমার চন্দ্র আমার সূর্য-লীলা দাম মজুমদার

আমার এক হাতে সূর্য

যেখানে আছে উত্তাপ…

চৈত্রের দুপুরের তীব্র তাপদাহ…

যেখানে আছে প্রানের স্পন্দন…

আছে অনাবিল ব্যস্ততা…

যেখানে আছে সোনালী সোনার রং

সূর্যের ঐ স্বচ্ছ আলো আমাকে মোহিত করে…

আছে বন্ধুত্ব আর বিশ্বাসের গাঢ় নীল আকাশ…

সহস্র ক্ষমায় আমাকে আগলে রাখে সঙ্গোপনে…

আমার আরেক হাতে স্নিগ্ধ আলোর চন্দ্রিমা…

কতো শান্ত…

কতো মায়াময় সেই আলো…

সেই আলোর স্নিগ্ধতা আমাকে মুগ্ধ করে…

আমার রাতের অন্ধকারের ছায়া দূর করে…

আমার একাকিত্বের বন্ধন নিঃশ্বেস করে…

রূপোলী জোছনার আভায় পরশ ভরিয়ে দেয়।।

এই উত্তপ্ত সূর্য… এই আলোকময় সূর্য

মাঝে মাঝেই ঢেকে যায় কালো মেঘের আড়ালে…

খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে যাই…

তখন চাঁদ এসে ভালোবেসে ঘুম পাড়ানীর গানে গানে

নিয়ে যায় রূপকথার সেই চাঁদের দেশে…

স্বপ্নের সেই রাজপুত্তুরের কাছে…

অনাবিল শান্তির দেশে…।

আমার দিনের সূর্য যেমন সত্যি…

রাতের চাঁদ ও তেমনই সত্যি…

ভালোবাসার কোন এ পিঠ ও পিঠ হয় না…

চাঁদ আর সূর্য আমায় বেধে রেখেছে সমান্তরাল তালে

ঠিক সেই ভাবে-

ভালোবাসায় ভালবাসে।।

লীলা দাম মজুমদার
Share: