খুলনায় করোনায় আরও একজনের মৃত্যু

খুলনায় করোনা আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। শীত আসার পর এ নিয়ে খুলনায় করোনায় দু’জনের মৃত্যু হলো। আর এ পর্যন্ত খুলনায় মারা গেছেন ১০৭ জন।

খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুলনার করোনা হাসপাতালের বুধবার (২৫ নভেম্বর) ভোর ৪টার দিকে জহুরুল হক (৮৫) নামে একজন করোনা রোগী মারা গেছেন। তার বাড়ি মহানগরীর সদর থানার ১৯৮/১ খানজাহান আলী মসজিদ লেন দারোগাপাড়ায়। তিনি করোনা পজেটিভ হয়ে ২০ নভেম্বর হাসপাতালে ভতি হন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা জানান,  খুলনা জেলায় এ পর্যন্ত ৬ হাজার ৮০৯ জনের করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৬ হাজার ৫২৭ জন এবং মারা গেছেন ১০৬ জন।

Share: