বাইডেন পরিপক্ক রাজনীতিবিদ, কূটনৈতিক সম্পর্কের আরও উন্নয়ন হবে: পররাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন সরকার গঠন করার পর বাংলাদেশের সঙ্গে দেশটির কূটনৈতিক সম্পর্কের আরও উন্নতি ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, ‘জো বাইডেন একজন পরিপক্ক রাজনীতিবিদ। তার সঙ্গে এর আগেও আমরা কাজ করেছি। তার সরকারের কোনও যুদ্ধংদেহী মনোভাব থাকবে না।’

শনিবার (১৪ নভেম্বর)  বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদ শামসুজ্জোহার কবরে পুষ্পস্তবক অর্পণ  শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমেরিকার নতুন সরকার বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ও অভিবাসী বিষয়ে নতুন করে সোচ্চার হবে। বাইডেন সরকার মানবাধিকার বিষয়ে যথেষ্ট সোচ্চার হবে। মিয়ানমারে যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, সে বিষয়েও হয়তো বাইডেন সরকার সোচ্চার হবে এটা আমরা আশা করছি।

রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে মন্ত্রী বলেন, সম্প্রতি মিয়ানমারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুচি সরকারের হাতে যথেষ্ট সময় রয়েছে  রোহিঙ্গাদের ফেরত নিয়ে তাদের বদনাম ঘোচানোর।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান,  উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ।

পরে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন সিনেট ভবনে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি ও বর্তমান বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

Share: