ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) চলছে গণনা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে ভোট দেন ভোটাররা।
বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন। তবে সুষ্ঠু ভোটের দাবি করে জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান।
এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় জন প্রার্থী। তারা হলেন−আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন সরকার, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ ও পিডিপির মো. মহিববুল্লা বাহার।
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাহারা খাতুন গত ৯ জুলাই মারা যাওয়ায় ঢাকা-১৮ আসন শূন্য হয়।
ছবি: নাসিরুল ইসলাম ও সাজ্জাদ হোসেন