করোনা নিয়ে অভিজাত হাসপাতাল ব্যবসা করছে

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড ১৯) এর চিকিৎসা নিয়ে বাংলাদেশের অভিজাত হাসপাতালগুলো ব্যবসা করছে বলে মন্তব্য করেছেন মেট্রোপলিটন লার্নিং ইন্সটিটিউট নিউ ইয়র্কের পরিচালক অধ্যাপক ডা. মাসুদুল হাসান।

সোমবার ( ২ নভেম্বর) সারাবাংলা ফোকাস: কোভিড ১৯ এবং শীতকালীন প্রস্তুতি বিষয়ক আলোচনাসভায় তিনি এই মন্তব্য করেন। আলোচনায় অতিথি হিসেবে আরও ছিলেন, শিক্ষাবিদ ও সমাজ সংষ্কৃতি সংগঠক এবং চিকিত্‌সাবিজ্ঞানী অধ্যাপক ডা. লিয়াকত আলি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সারাবাংলা.নেটের স্পেশাল করেসপন্ডেন্ট এমএকে জিলানী।

মাসুদুল হাসান বলেন, ‘শুধু ভ্যাকসিনের পেছনে দৌঁড়ালে হবে না। করোনা চিকিৎসার ওষুধ রেমডেসিভার নিয়ে অনেক ব্যবসা হচ্ছে। আমি তনিটি হাসপাতালের কথা বলব, আমার বন্ধুর বয়স ৭২ বছর। আর এই তিনটি হাসপাতাল হলো স্কয়ার, এ্যাপোলো (এভার কেয়ার হাসপাতাল) এবং ইউনাইটেড হাসপাতাল। এর মধ্যে ১টি হাসপাতালে আমার বন্ধু গিয়েছে। সেখানে প্রথমেই তাকে রেমডেসিভার ইনজেকশন প্রথমে দেওয়া হয়েছে। আমেরিকাতে কিন্তু প্রথমে এটা দেয় না।’

তিনি আরও বলেন, ‘আমার বন্ধুকে রেমডেসিভার দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ১ লাখ টাকা দিতে। আমি বলেছি তাহলে করোনাতে তো চিকিৎসা নিতে ২০-৩০ লাখ টাকা লাগবে। তাহলে কেন ওখানে যাওয়া হলো? এ সব হাসপাতালে প্রথমেই রেমডিসিভার দেওয়া হচ্ছে। এটি খুব ভয়ানক একটা মেডিসিন। কিডনিতে সমস্যা, হেফাটাইসিস বা অন্য কোনো সমস্যা থাকলে এই মেডিসিন দেওয়া যাবে না। ভুল চিকিৎসাতেও মানুষ মারা যাচ্ছে। আমি বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ করব যাদের ক্লিনিক আছে আপনারা ব্যবসা করবেন না। দেশের মানুষ গরিব। তাদের বিষয়টিও মাথায় রেখে চিকিৎসা সেবা দিতে হবে।’

Share: