Main Menu

আজ স্থাপন করা হবে পদ্মাসেতুর ৩২তম স্প্যান

ঢাকা, ১১ অক্টোবর, ২০২০ : গতকাল প্রবল স্রোতের জন্য আজ বহুল প্রত্যাশিত পদ্মাসেতুর ৩২তম স্প্যান স্থাপন করা না গেলেও আজ স্থাপন করা হবে।
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসরাম আজ বাসসকে জানান, ‘ সকালে আমরা আবারো ৩২তম স্প্যান স্থাপনের চেষ্টা করব।’
প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, মাওয়া প্রান্তে ৪র্থ ও ৫ম পিয়ারের সংযোগকারী ৩২ তম স্প্যান স্থাপন করা হবে।
গত ১০ জুন ৩১তম স্প্যান স্থাপন করায় পদ্মাসেতুর ৪ দশমিক ৬৫০ কিলোমিটার কাঠামো দৃশ্যমান হয়েছে।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতুটিতে মোট ৪১টি স্প্যান স্থাপন করা হবে।


Related News