রাজধানীর রমনা এলাকায় এক হাজার বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন- মো. মনিরুজ্জামান ও মোহাম্মদ আলী। তাদের কাছ থেকে ফেনসিডিল বহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।
গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. মাহবুবুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে রমনা থানাধীন ইস্কাটন রোডের হলি ফ্যামিলি হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি বলেন, গ্রেফতারকৃতরা যশোরের সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।