Main Menu

আবুল হাসনাত আবদুল্লাহ হাসপাতালে

আবুল হাসনাত আবদুল্লাহ

বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তার একান্ত সচিব মো. খায়রুল বাশার।

খায়রুল বাশার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্যারের কাল বিকালের পর থেকে শ্বাসকষ্ট হচ্ছিল। অক্সিজেন স্যাচুরেশন কিছুটা কমতে শুরু করে। বাসায় অক্সিজেন দেওয়া হয়। একপর্যায়ে তা নব্বইয়ের নিচে নেমে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।’

সপ্তম সংসদে জাতীয় সংসদের চিফ হুইপ ছিলেন হাসনাত আবদুল্লাহ। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হাসনাত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে।

গত জুন মাসে হাসনাত আবদুল্লাহর স্ত্রী শাহানা আরার মৃত্যু হয়। হাসনাত আবদুল্লাহর বড় ছেলে সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহ বরিশাল সিটি করপোরেশনের মেয়র।


Related News