রিটার্ন টিকিটের দাবিতে কাওরান বাজারে ফের সৌদি প্রবাসীদের সড়ক অবরোধ
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর কাওরান বাজারে সোনারগাঁও হোটেলের সামনে তারা এই বিক্ষোভ করছেন। এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট বিক্রয় কেন্দ্রে বিক্ষোভ করেছেন সৌদি আরব থেকে ছুটিতে আসা প্রবাসীরা।
তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) কামাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রবাসীরা বিক্ষোভ করছে, তাদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সোনারগাঁও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
প্রবাসীরা সোনারগাঁও হোটেল সংলগ্ন সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের অফিসের সামনে এখন অবস্থান করছেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ঢাকা থেকে ফ্লাইট বাতিল করার প্রতিবাদে তারা এ বিক্ষোভ করেন। তবে সোমবার রাতে বিমান বলেছে, আগামী ১ অক্টোবর থেকে বিমানের সিডিউল ফ্লাইট যাবে সৌদি আরব।
এদিকে আগামী পয়লা অক্টোবর থেকে সৌদি আরবের তিনটি শহরে আটটি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
Related News
মুন্সীগঞ্জের গজারিয়ায় হামদর্দ জেনারেল হাসপাতালের উদ্বোধন
ফাহমিদা হুসাইন চৌধুরী ও আসপিয়া সুলতানাঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় হামদর্দ জেনারেল হাসপাতালের উদ্বোধন হয়েছে । গজারিয়ায়Read More
গোপালগঞ্জে সমাহিত খোন্দকার ইব্রাহিম খালেদ
গোপালগঞ্জে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদের দাফন সম্পন্ন হয়েছে। বুধবারRead More