আহমদ শফীর জানাজা ও দাফন শনিবার হাটহাজারী মাদ্রাসায়

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আহমদ শফীর ছেলে মাওলানা আনাস মাদানী

হেফাজতে ইসলামের আমির আহমদ শফীর জানাজা শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার ছেলে মাওলানা আনাস মাদানী।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে রাজধানীর আসগর আলী হাসপাতালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আনাস মাদানী জানান, তার পিতার জানাজা একটিই হবে এবং জানাজার পর হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে দাফন করা হবে।

সাংবাদিকদের তিনি বলেন, ‘আল্লামা আহমদ শফীর বিশ্বাস ছিল, জানাজা একটা হওয়াই উত্তম। সে হিসেবে আমরা একটি জানাজার পক্ষে, ঢাকায় কোনও জানাজা হবে না এবং মরদেহ সরাসরি চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে।’

আসগর আলী হাসপাতালে অবস্থানরত একাধিক আলেম জানান, আহমদ শফীর মরদেহ গোসল করিয়ে আজ রাতেই চট্টগ্রামে নেওয়া হবে।

উল্লেখ্য, আহমদ শফী বার্ধক্যজনিত কারণে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আসগর আলী হাসপাতালে মৃত্যুবরণ করেন।

ছবি: সাজ্জাদ হোসেন

Share: