ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের একটি গ্রামে এক শিশু কন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। এ অভিযোগে বৃহস্পতিবার রাতে এক কিশোরকে (১৩) গ্রেফতার করেছে পুলিশ।
মামলার এজাহারে জানা গেছে, ওই কন্যা শিশুটিকে ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা চালায় অভিযুক্ত কিশোর। এসময় শিশুটির চিৎকারে আশেপাশের লোক এগিয়ে এলে ধর্ষণ চেষ্টাকারী কিশোরটি পালিয়ে যায়।
এ ব্যাপারে শিশু কন্যার মা বাদী হয়ে সদরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-০৪।