পদ্মায় ১০টি ড্রেজার ধ্বংস, গ্রেফতার ৩
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রওশন আলী এই অভিযান পরিচালনা করেন। অভিযানে গ্রেফতারকৃতরা হলো, ফরিদপুর জেলার গুরদিয়া গ্রামের ওমর আলী (৪০), বোয়ালমারী গ্রামের বিল্লাল হোসেন (২৫) এবং রাজবাড়ী জেলার ওরাকান্দা গ্রামের স্বপন হোসেন (২৬)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দীর্ঘদিন ধরে কিছু অসাধু প্রভাবশালী বালু ব্যবসায়ী পদ্মা নদীর সাতবাড়ীয়া, নারুহাটি, তারাবাড়ীয়া, হাজারবিঘারচর, রাইপুর, নাজিরগঞ্জ, বড়খাপুর, হাসামপুর, মহনপুর, মহব্বতপুর ও কামারহাটসহ অন্তত ৩০টি পয়েন্ট থেকে অবৈধভাবে শক্তিশালী ড্রেজার দিয়ে কয়েক লাখ ঘনফুট বালু উত্তোলন ও বিক্রি করছিল।
অভিযানে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ বিন আখন্দ বলেন, ‘গ্রেফতারকৃত তিন ব্যক্তির বিরুদ্ধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।’
সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রওশন আলী বলেন, ‘পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এটি দ্বিতীয় দফা অভিযান। এর আগে গত ৪ সেপ্টেম্বর একইভাবে অভিযান পরিচালনা করে একটি ড্রেজার ধ্বংস এবং একটি বলগেট বিকল করা হয়।’
Related News

চান্দিনায় মুক্তিযোদ্ধা বীরপ্রতীক কর্ণেল সফিকউল্লাহ সড়কের নামফলক ভাঙচুর।।মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী জনগোষ্ঠীর ক্ষোভ
ডেইলি প্রেসওয়াচ রিপোর্টঃ ঢাকা চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনার মাধাইয়াতে সম্প্রতি বীরপ্রতীক কর্ণেল সফিকউল্লাহর নামে সড়কেরRead More
সাংবাদিক মুজাক্কিরকে হত্যার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন
নোয়াখালীর সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে গুলি করে হত্যার প্রতিবাদে বুধবারও (২৪ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন জেলায়Read More