শারদ বন্দনা -নজরুল ইসলাম

শারদ বন্দনা
-নজরুল ইসলাম
ইচ্ছেগুলো ইচ্ছেমতো
চায় যে ডানা মেলতে,
শরৎ মেঘের সাদা ভেলায়
তেপান্তরে ঘুরতে।
কাঁশ ফুলের শুভ্র মায়ায়
রৌদ্র ছায়ার খেলা,
মন অজানায়,হেলাফেলায়
কাটাই সারাবেলা।
শিউলী ফুলের মাতাল ঘ্রাণে
মন উচাটন করে,
বৈরী মনের রাগ অনুরাগ
শারদপ্রাতে ঝরে।
১৪/৯/২০২০
Related News

কোন সে ভাষা – মোঃ নজরুল ইসলাম
সফেদ সমুদ্রের শুভ্র জলরাশির কলতান, অপূর্ব সুর লহরীর বাঙময় ঐকতান, ঐন্দ্রজালিক মোহ মমতায় রুপালী শব্দেরRead More
বাংলা একাডেমি পরিচালিত পুরস্কার পাচ্ছেন শাহরিয়ার কবিরসহ ৩ জন
ডেইলি প্রেসওয়াচ রিপোর্টঃ বাংলা একাডেমি পরিচালিত তিনটি সাহিত্য পুরস্কারের জন্য এ বছর লেখক রফিক কায়সার,Read More