মোহাম্মদপুরে দেয়াল ভেঙে ঢুকে পড়ল ট্রাক, অল্পের জন্য প্রাণে বাঁচলেন কন্সটেবল

রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত তেজগাঁও উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ের প্রধান গেট ও দেয়াল ভেঙে একটি ট্রাক ঢুকে পড়ার ঘটনা ঘটেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে দ্রুতগামী একটি ট্রাক মোহাম্মদপুরের কলেজগেট থেকে শ্যামলীর দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কার্যালয়ে ঢুকে পড়ে।
জানা গেছে, শনিবার পুলিশ কন্সটেবল মামুন গেটে ডিউটি করছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে একটি ট্রাক কার্যালয়ের গেট ও দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে পালাতে চেষ্টা করলে মামুন চালককে বাধা দেন। এতে তার উপর দিয়ে উঠিয়ে ট্রাক দিতে চান চালক।
মামুন জানান, ‘আমি ওইদিন ডিউটিতে ছিলাম। তখন ভোর হয়ে গেছে। আমি পতাকা টাঙানোর জন্য ভেতরে আসি। এ সময় হঠাৎ বিকট শব্দে একটি ট্রাক আমাদের প্রধান গেট ও দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে প্রধান গেট ও একপাশের দেয়াল ভেঙে যায়। আমি একটুর জন্য বেঁচে গেছি। এরপর আমি ট্রাকের সামনে এসে দাঁড়ালে ড্রাইভার আমাকে সরে যেতে বলে। সরে যেতে না চাইলে ড্রাইভার আমার উপর দিয়ে ট্রাক উঠিয়ে দেয়ার হুমকি দেন। খবর পেয়ে সিনিয়র স্যাররা ঘটনাস্থলে আসেন।’
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. আব্দুল লতিফ জাগো নিউজকে জানান, আমরা ট্রাকটির নম্বর শনাক্ত করতে সক্ষম হয়েছি। খুব দ্রুত ট্রাক ও চালককে আটক করতে পারবো। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। তাদের আটকের পর এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
স্টার লাইন বিস্কুট কারখানায় ভয়াবহ আগুন
ফেনীর কাশিমপুরে স্টার লাইন বিস্কুট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টারRead More
বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৬ : আহত ১৫
বগুড়া, ২১ ফেব্রুয়ারি, ২০২১ : জেলার শেরপুরে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষেRead More