অক্সফোর্ড আস্ট্রাজেনেকার করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের পরীক্ষা ভারতে স্থগিত করেছে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। বৃহস্পতিবার এক বিবৃতিতে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্রিটিশ ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান পুনরায় পরীক্ষা চালুর আগ পর্যন্ত তা স্থগিত থাকবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
মঙ্গলবার যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও আস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকার ট্রায়াল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যুক্তরাজ্যে তৃতীয় ও চূড়ান্ত দফার ট্রায়ালে অংশগ্রহণকারী একজন স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়লে ট্রায়াল স্থগিতের এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে ওই দিন আস্ট্রাজেনেকার অংশীদার প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট জানিয়েছিল তাদের পরীক্ষা চলমান রয়েছে।
অবশেষে বৃহস্পতিবার ভারতেও টিকাটির পরীক্ষা স্থগিতের কথা জানানো হলো। এক সংক্ষিপ্ত বিবৃতিতে সিরাম জানায়, আমরা পরিস্থিতি পর্যালোচনা করছি এবং ভারতে পরীক্ষা স্থগিত রেখেছি।