ফিফা-২১ গেমেও রোনালদোকে টপকে শীর্ষে মেসি

ফিফা ২১-এর লিওনেল মেসি                  -ছবি: টু্‌ইটার

আর কদিন পরই আসতে চলেছে ফিফার পরবর্তী ভিডিও গেম ফিফা ২১। লিওনেল মেসি এটিতেও রয়েছেন শীর্ষে। তবে বার্সেলোনা ও আর্জেন্টিনার মহাতারকার রেটিং পয়েন্ট এবার কমেছে। মাত্র এক পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী জুভেন্টাসের পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। ফিফা ২১ ভিডি গেমে মেসির রেটিং পয়েন্ট ৯৩, রোনালদোর ৯২।

ইএ স্পোর্টসের ফিফা ২০ সংস্করণে মেসি  শীর্ষে ছিলেন ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে, দ্বিতীয় স্থানে থাকা রোনালদোর পয়েন্ট ছিল ৯২।  এবার মেসির রেটিং কমার কারণ  ২০১৯-২০ মৌসুমে কোনও শিরোপা জিততে পারেননি। অন্যদিকে রোনালদো জুভেন্টাসকে জিতিয়েছেন সিরি-আ শিরোপা।

করোনার কারণে ব্যালন ডি’অর পুরস্কারটা এবার বাতিল না হলে ওটা নিশ্চিতই উঠতো বায়ার্ন মিউনিখের লেভানডভস্কির হাতে। অসাধারণ একটা মৌসুম কাটানো পোলিশ স্ট্রাইকার সান্ত্বনা পুরস্কার পেলেন কিনা ৯১ রেটিংধারী চার খেলোয়াড়ের তালিকায় জায়গা পেয়ে!

ফিফা ২১ ভিডিও গেমের শীর্ষ দশে ৯১ রেটিংধারী অন্য তিন খেলোয়াড় ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় হওয়া ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা, প্যারিস সেন্ত জার্মেইয়ের ব্রাজিলিয়ান তারকা নেইমার ও আতলেতিকো মাদ্রিদের গোলকিপার ইয়ান ওবলাক।

শীর্ষ দশে ৯০ করে রেটিং পাওয়া খেলোয়াড়ের সংখ্যাও চার- লিভারপুলের শিরোপাজয়ী ভার্জিল ফন ডাইক, মোহামেদ সালাহ ও সাদিও মানে এবং প্রচ্ছদ তারকা পিএসজির ফ্রেঞ্চ স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে।

এডেন হ্যাজার্ডের জায়গা নিয়েছেন লেভানডভস্কি। ফিফা ২০ ভিডিও গেমে ৯১ রেটিংধারী হ্যাজার্ডের রিয়াল মাদ্রিদে প্রথম মৌসুমটা খারাপ যাওয়ায় এবার শীর্ষ দশেই থাকতে পারেননি।

১০০ পয়েন্ট করে ধরা গুণাবলির মধ্যে মেসি সর্বোচ্চ ৯৫ পেয়েছেন ড্রিবলিংয়ে। রোনালদো শুটিংয়ে পেয়েছেন সর্বোচ্চ ৯৩। ডি ব্রুইনা হলেন সেরা পাসার, পাসিংয়ে তার পয়েন্ট ৯৩।

ইংল্যান্ডের ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী ফিফা-২১ গেম প্লে-স্টেশন ফোর, এক্সবক্স ওয়ান, নিনতেন্দো সুইচ এবং মাইক্রোসফট উইন্ডোজ প্ল্যাটফর্মে আসবে ৯ অক্টোবর।

Share: