টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ভাতকুড়া-ছাওয়ালী মহেড়া এলাকায় লৌহজং নদীতে চতুর্থ বার্ষিক নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে বিকালে দর্শনার্থীদের ঢল নামে ওই এলাকায়। পুরো নদীর পাড় লোকারণ্য হয়ে ওঠে। একাকার হয়ে যায় উৎসুক জনতার হিল্লোল আর বাইচের ঢেউয়ে ঢেউয়ে নেচে ওঠা নদীর ছলাৎ ছলাৎ কলতান।

রোমাঞ্চকর এই নৌকা বাইচ প্রতিযোগিতার প্রথম রাউন্ডে সাতটি নৌকা নির্বাচিত করা হয়। পরবর্তীতে ফাইনাল রাউন্ডে প্রথমস্থান অধিকারী তিনটি খেল্লা নৌকাকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। জেলার নাগরপুর উপজেলার জাকির হোসেন, তারা মিয়া ও সুলতান বেপারীর খেল্লা নৌকা চ্যাম্পিয়নের পুরস্কার পায়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রায়হান শরীফ আহম্মেদ।

.

মহেড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়ারেছ মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়া, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সম্পাদক শেখ মুন্তাছির হোসেন তনয়, বিশিষ্ট ব্যবসায়ী বাবু দিলিপ কুমার সাহা, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলেপ হোসেন, স্থানীয় ইউনিয়ন কৃষকলীগের সভাপতি এসএম সোহরাব হোসেন, আওয়ামী যুবলীগের সভাপতি শাহীনুর আলম শাহীন প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন মহেড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোয়াজ্জেম হোসেন।

Share: