টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
রোমাঞ্চকর এই নৌকা বাইচ প্রতিযোগিতার প্রথম রাউন্ডে সাতটি নৌকা নির্বাচিত করা হয়। পরবর্তীতে ফাইনাল রাউন্ডে প্রথমস্থান অধিকারী তিনটি খেল্লা নৌকাকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। জেলার নাগরপুর উপজেলার জাকির হোসেন, তারা মিয়া ও সুলতান বেপারীর খেল্লা নৌকা চ্যাম্পিয়নের পুরস্কার পায়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রায়হান শরীফ আহম্মেদ।
মহেড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়ারেছ মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়া, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সম্পাদক শেখ মুন্তাছির হোসেন তনয়, বিশিষ্ট ব্যবসায়ী বাবু দিলিপ কুমার সাহা, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলেপ হোসেন, স্থানীয় ইউনিয়ন কৃষকলীগের সভাপতি এসএম সোহরাব হোসেন, আওয়ামী যুবলীগের সভাপতি শাহীনুর আলম শাহীন প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন মহেড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোয়াজ্জেম হোসেন।
Related News

চান্দিনায় মুক্তিযোদ্ধা বীরপ্রতীক কর্ণেল সফিকউল্লাহ সড়কের নামফলক ভাঙচুর।।মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী জনগোষ্ঠীর ক্ষোভ
ডেইলি প্রেসওয়াচ রিপোর্টঃ ঢাকা চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনার মাধাইয়াতে সম্প্রতি বীরপ্রতীক কর্ণেল সফিকউল্লাহর নামে সড়কেরRead More
সাংবাদিক মুজাক্কিরকে হত্যার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন
নোয়াখালীর সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে গুলি করে হত্যার প্রতিবাদে বুধবারও (২৪ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন জেলায়Read More