সেবা গ্রহীতাদের মোবাইল ফোনের মাধ্যমে তথ্য প্রদান শুরু করেছে রাজশাহী জেলা পুলিশ। থানায় মামলা অথবা জিডি করলে অভিযোগকারীকে এখন থেকে তথ্য পাওয়ার জন্য থানায় ঘুরতে হবে না। তার মোবাইল ফোনে ‘এসএমএস’ (খুদেবার্তা) এর মাধ্যমে চলে যাবে সব তথ্য।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, গত ২ সেপ্টেম্বর থেকে রাজশাহী জেলার ৮টি থানায় এই কার্যক্রম চালু হয়েছে। প্রতিটি থানার ডিউটি অফিসারের সরকারি মোবাইল ফোন নাম্বার হতে সেবা গ্রহীতাদের এই বার্তা পাঠানো হচ্ছে। জিডি অথবা মামলার আবেদনকারীকে মোবাইল ফোনে তার অভিযোগ সংক্রান্ত বিষয়ে তদন্তকারী কর্মকর্তার নাম ও মোবাইল নম্বরসহ যাবতীয় তথ্য জানিয়ে দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ বিপিএম, পিপিএম এর তত্ত্বাবধায়নে মোবাইল এসএমএস কার্যক্রম অব্যাহত থাকবে।