হবিগঞ্জের চুনারুঘাটে সীমান্তে দু দল চোরাকারবারির সংঘর্ষে নিহত ১
হবিগঞ্জের চুনারুঘাটে সীমান্তে দু দল চোরাকারবারির সংঘর্ষে ইয়াকুত (৪৫) নামে এক চোরাকারবারি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন। গুরুতর আহত অবস্থায় রমজান আলী (৪৮) নামে আরও একজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত প্রায় ১১টায় গাজীপুর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম টেকেরঘাটে এই ঘটনা ঘটে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, রাত প্রায় ১১টায় কুখ্যাত চোরাকারবারি জমসের আলীর ছেলে ইয়াকুতের সঙ্গে একই গ্রামের আবদুল খালেকের ছেলে রমজান আলীর চোরাচালানের মালামাল কেনাবেচা নিয়ে কথাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের সংঘর্ষ বাঁধলে উভয় পক্ষের পাঁচজন আহত হয়। এ সময় ইয়াকুত ও রমজান গুরুতর আহত হয়। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে ইয়াকুতকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রমজানের অবস্থা সংকটাপন্ন।
ওসি জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
Related News
সাত শর্তে বাড়িতেই দুই বোনের দুই বছরের সাজা
অভয়নগর ঃ মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত দুই বোনকে সাত শর্তে বাড়িতে সাজাভোগের আদেশ দিয়েছেনRead More
সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ: সহকারী কর কমিশনার বরখাস্ত
প্রেসওয়াচ রিপোর্টঃ শেষ পর্যন্ত অর্থ আত্মসাতের অভিযোগে চাকরি হারালেন এনবিআরের সহকারী কর কমিশনার মেজবাহ উদ্দিনRead More