অবশেষে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

বুধবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশ ক্রমে যুগ্মসচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা একটি প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা (১) অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক অবসরপ্রাপ্ত ড. এ কিউ এম মাহবুবকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জের ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে চার বছর মেয়াদে নিয়োগ করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কমকর্তা হিসেবে ক্যাম্পাসে সব সময় অবস্থান করবেন। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মনে করলে নির্ধারিত সময় শেষ হওয়ার আগে তার এই নিয়োগ বাতিল করতে পারবেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতিসহ নানা অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে গত বছরের ১৯ সেপ্টেম্বর থেকে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। টানা ১২ দিনের আন্দোলনের মুখে পদত্যাগ করেন প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। এরপর ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহানকে ভারপ্রাপ্ত ভিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।
Related News
শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত
আইরিন নাহারঃ করোনা মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষামন্ত্রীRead More

ভ্যাকসিনের জন্য প্রাথমিকের শিক্ষক-কর্মচারীদের তালিকা চেয়েছে সরকার
আইরিন নাহার/প্রেসওয়াচঃ কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের তালিকা চেয়েছে প্রাথমিক শিক্ষাRead More