ডেইলি প্রেসওয়াচ প্রতিনিধি : ঘাতকচক্র জাতির পিতাকে হত্যা করতে পারলেও তার নীতি ও আদর্শকে মুছে ফেলতে পারেনি বলে মন্তব্য করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।
১৫ আগস্ট শনিবার দুপুর ১২টায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বেরোবি কর্তৃক আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণের মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এখন ক্ষুধা ও দারিদ্র্য কে জয় করে বিশ্বসভায় একটি উন্নয়নশীল মর্জাদাবান জাতি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে।
বেরোবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও জাতীয় শোক দিবস পালন কমিটির সদস্য সচিব তাবিউর রহমান প্রধানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য ড. সরিফা সালোয়া ডিনা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে সরকারের প্রতি আহবান জানান এবং কোষাধ্যক্ষ ড. হাসিবুর রশিদ ১৫ ই আগস্টের ষড়যন্ত্র কারীদেরও বিচার দাবী করেন ।এতে সভাপতিত্ব করেন শোক দিবস পালন কমিটির আহবায়ক ড. নাজমুল হক।
এর আগে সকাল ১০টায় কালো ব্যাজ ধারণ এবং জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের মূল কর্মসূচী শুরু হয়। দিবসটি উপলক্ষ্য জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বেরোবি উপাচার্য, উপ-উপচার্য, ট্রেজারারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, শাখা ছাত্রলীগের নেতা-কর্মী সহ বিভিন্ন সংঘটন।