জাতির পিতার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে রয়্যাল ইউনিভার্সিটি’র শোক ও শ্রদ্ধা

ঢাকা ,১৫ আগস্ট,২০২০/ডেইলি প্রেসওয়াচঃ জাতীয় শোক দিবসে জাতির পিতার প্রতি গভীর শোক ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ১৫ আগস্ট,২০২০ এ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে যথাযথ  মর্যাদায় স্মরণ করে দিনটি উদযাপন করে।

দিনটিকে স্মরণ করে রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা’র শিক্ষার্থীরা মুজিব কর্নারে একটি দেয়াল পত্রিকা প্রকাশ করে ।   দেয়ালিকাটিতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শন ও নেতৃত্বের ওপর  বিভিন্ন লেখা স্থান পায়। রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা’র ডিপার্টমেন্ট অব ইংলিশ এর শিক্ষার্থীদের আয়োজিত ও সম্পাদিত দেয়ালিকাটি উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. প্রফুল্ল চন্দ্র সরকার।

মহান শোক দিবসে রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা’র  শিক্ষার্থীদের সম্পাদিত দেয়ালিকা উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. প্রফুল্ল চন্দ্র সরকার। ছবি- ডেইলি প্রেসওয়াচ

দেয়ালিকা উন্মোচনকালে উপাচার্য গভীর শোক প্রকাশ করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপাচার্য অধ্যাপক ড. প্রফুল্ল চন্দ্র সরকার,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা বর্ণনা করেন এবং জাতির পিতার ব্যক্তিত্বের বিশালতার স্মৃতি রোমন্থন করেন।

উন্মোচন পর্ব শেষে এক সংক্ষিপ্ত বক্তৃতায় উপাচার্য বলেন, বঙ্গবন্ধু বাঙালির স্বাধীনতা ও মুক্তির প্রতীক। বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব, তার চেতনা অবিনশ্বর।১৯৭৫ সালের ১৫ আগস্ট ইতিহাসের জঘন্যতম  হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুধু স্বাধীনতার স্থপতিকেই হারায়নি বাঙালি, দীর্ঘকালের শাসন-শোষণ থেকে মুক্ত হয়ে জাতীয় জীবনের যে অগ্রযাত্রা শুরু হয়েছিল তাও উল্টো পথে যাত্রা শুরু করে।

উপাচার্য অধ্যাপক ড. প্রফুল্ল চন্দ্র সরকার শোকাহত চিত্তে শহীদ স্মৃতির প্রতি গভীর শোক ও  শ্রদ্ধা জানিয়ে নতুন প্রজন্মকে আগামী দিনে বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শকে অনুসরণ করে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

শেষে জাতির জনক বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দ ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি এবং   দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় । এসময় রেজিস্ট্রার ডঃ আব্দুল হক তালুকদার, শিক্ষা বিভাগের প্রধান মুহাম্মদ আবু বকর সিদ্দিক (দিপু সিদ্দিকী), হোটেল এন্ড ট্যুরিজম বিভাগের প্রধান মলয় সরকার, ইংরেজি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান স্বাতি আহমেদ, সিনিয়র লেকচারার তওহিদ আহমেদ চৌধুরী, লেকচারার মালোবিকা মজুমদার সহ  শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মহান শোক দিবসে রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা’র  শিক্ষার্থীদের  সম্পাদিত দেয়ালিকা উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. প্রফুল্ল চন্দ্র সরকার।                                                      ছবি- ডেইলি প্রেসওয়াচ

 

Share: