ঢাকা-৯ এর বন্যা কবলিত মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান সামগ্রী বিতরণ।

মাহবুব বাশারঃ মঙ্গলবার সকালে ঢাকা-৯ নির্বাচনী এলাকার বন্যা কবলিত নিম্নাঞ্চল মুগদা থানাধীন মান্ডা ৭১ ও ৭২নং ওয়ার্ড এবং সবুজবাগ থানাধীন রাজারবাগ, কদমতলা, আহম্মদবাগ, দক্ষিণগাঁও, মানিকদিয়া, বেগুনবাড়ী, ভাইগদিয়া, নন্দীপাড়া, নেওয়াজবাগ এলাকার বন্যা দূর্গত ১ হাজার অসহায় পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মাধ্যমে) বিতরন করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব চিত্ত রঞ্জন দাস, মুগদা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোশারফ হোসেন বাহার, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব সিরাজুল ইসলাম, ৭১ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব খাইরুজ্জামান খাইরুল, ৭২ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব শফিকুল আলম শামীম, ৭৩ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব শফিকুল ইসলাম, ৭৪ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আজিজুল হক, মহিলা কাউন্সিলর মিসেস মাকসুদা সমশের, মিসেস নাসরীন আহমেদ ও মিসেস সেলিনা খান, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব গোলাম কিবরীয়া খান রাজা, ৭৪ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব আবুল কালাম আজাদ সহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন।
Related News

আওয়ামীলীগ জনতার দল বলেই জনগণের পাশে থাকে সবমময়-শহীদ সেরনীয়াবাদ।দেশ বিরোধী চক্রান্ত রুখে দাড়াতে হবে-কিবরিয়া মজুমদার
ডেইলি প্রেসওয়াচ/মাহবুব বাশারঃ আওয়ামীলীগ জনতার দল বলেই জনগণের পাশে থাকে সবমময়। আওয়ামীলীগ সরকারে থাকলেও মেহনতিRead More

রত্নগর্ভা মুনিরা হকের দাফন সম্পন্ন
ডেইলি প্রেসওয়াচ/আইরিন নাহারঃ পূর্ব পাকিস্তান সরকারের সাবেক লেবার কমিশনার খান বাহাদুর এস এ ওয়াই বিRead More