জয়পুরহাটে পুলিশের ভয়ে মাস্ক নিয়ে ঘোরেন লোকজনন

জয়পুরহাট জেলা শহরে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার কিছুটা প্রবণতা লক্ষ্য করা গেলেও উপজেলা শহরসহ হাট-বাজার গুলোতে স্বাস্থ্যবিধিতো দূরের কথা, মাস্কও পরছেন না কেউ। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯টায় জয়পুরহাট শহরের জনবহুল পাঁচুরমোড় এলাকায় দেখা যায়, অনেকের মুখে মাস্ক থাকলেও অনেকের মাস্ক থুতনির নিচে। আর অনেককে পকেটে মাস্ক নিয়ে ঘুরতেও দেখা গেছে।

Share: