লেবাননের বৈরুতে জোড়া বিস্ফোরণের ঘটনার পর দেশটিকে সহায়তার জন্য খাদ্য ও ওষুধ পাঠিয়েছে বাংলাদেশ। সোমবার (১০ আগস্ট) এই সহায়তা পৌঁছায় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে নৌবাহিনীর চার উচ্চ পর্যায়ের কর্মকর্তা, সেনাবাহিনীর একজন কর্মকর্তা ও বাংলাদেশ বিমান বাহিনীর ১২ জন ক্র সহায়তা নিয়ে সেখানে পৌঁছায়। এই সময় ৯ টন খাদ্যসামগ্রী এবং ২ টন ওষুধ এবং ওষুধসামগ্রী সহায়তা হিসেবে দেওয়া হয় ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান, পিএসসি লেবানন সরকারের মনোনিত স্থানীয় প্রতিনিধির কাছে বাংলাদেশ সরকারের সহায়তা সামগ্রী হস্তান্তর করেন। এই সময় লেবাননের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা, ইউনিফিলের কর্মকর্তারা এবং দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বৈরুতে জোড়া বিস্ফোরণে লেবাননের জলসীমায় ইউনিফিলের অধীনে পাহারারত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ, বিএনএস বিজয় আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ওই জাহাজের ২১ জন কর্মকর্তা ও নাবিক আহত হয়। এছাড়া বিস্ফোরণে এখন পর্যন্ত পাঁচ জন বাংলাদেশী নাগরিক নিহত হয়েছে এবং আহত হয়েছে ১০০ জনের বেশি।