বগুড়ায় আইজিপির উপহার সামগ্রী বিতরণ করলেন পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা

ডেইলি প্রেসওয়াচ প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে দুর্গম চরে বন্যা দুর্গত ২০০ পরিবার পেল আইজিপি ড. বেনজির আহম্মেদের উপহার হিসেবে পাঠানো ত্রাণ সামগ্রী।
শনিবার (২৫ জুলাই) বগুড়ার পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা বন্যা দুর্গত এলাকায় পানিবন্দি মানুষের হাতে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেন।
জানা গেছে, সারিয়াকান্দির চর মূলবাড়ি, নান্দিনার চর এবং শণ পঁচার চরের বন্যা দুর্গত এলাকায় নৌকাযোগে গিয়ে পৌঁছে দেয়া ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি লবণ, এক কেজি তেল, একটি শাড়ি, একটি লুঙ্গি, একটি মিষ্টি কুমড়া, একটি লাইফবয় সাবান, একটি হুইল সাবান এবং পাঁচ পাতা পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট।
এ সময় উপস্থিত ছিলেন- বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রশিদ, গাবতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন এবং সারিয়াকান্দি থানার অন্যান্য অফিসারবৃন্দ।
Related News
শুরু হচ্ছে পতেঙ্গায় প্রস্তাবিত বে-টার্মিনাল রেলওয়ে সংযোগের কাজ
গোলাম মাহবুব ঃ প্রস্তাবিত বে-টার্মিনাল রেলওয়ে সংযোগ চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় প্রস্তাবিত বে-টার্মিনাল রেলওয়ে সংযোগ প্রকল্পেরRead More

বগুড়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন
প্রেসওয়াচ রিপোর্টঃ বগুড়ার দুপচাঁচিয়ার মাঠের পুকুর এলাকায় বুধবার বিকালে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন লেগেছে। এতেRead More