‘ঢাকায় বন্যার শঙ্কা নেই’

আগামী সপ্তাহ থেকে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া, ঢাকায় বড় ধরনের বন্যার আশঙ্কা না থাকলেও শহরের আশপাশের নদ-নদীতে পানি বেড়েছে বলে জানিয়েছে তারা।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, সারা দেশে ১৯টি নদীর ৩০টি পয়েন্ট দিয়ে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে।

তিনি আরও বলেন, আগামী ২৫ থেকে ২৬ তারিখ পর্যন্ত পানি বাড়তে পারে। আগামী সপ্তাহ থেকে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি কমতে শুরু করলে বন্যা পরিস্থিতির উন্নতি শুরু হবে।

Share: