বাংলাদেশকে ১০ মিলিয়ন ডলারের সহায়তা দেবে জাপান
স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশকে ১০ মিলিয়ন ডলারের সহায়তা দেবে জাপান সরকার। করোনাভাইরাস মোকাবিলায় আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচির আওতায় এ সহায়তা দেয়া হবে বলে বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকার জাপান দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ফাতেমা ইয়াসমিন করোনাভাইরাস পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভিডিও কনফারেন্স করেছেন। এ সময় নোট বিনিময় করেছেন তারা। সে অনুযায়ী আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচির আওতায় বাংলাদেশকে ১০ মিলিয়ন ডলারের সহায়তা দেবে জাপান।
এই অর্থ থেকে সিটি স্ক্যানার, এক্স-রে মেশিনসহ হাসপাতালের স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী সরবরাহ করবে জাপান।
উল্লেখ্য, জাপান সরকার এরই মধ্যে বাংলাদেশকে ১২ মিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে।
Related News

১০ হাজার কোটি কালো টাকা সাদা হয়েছে
প্রেসওয়াচ রিপোর্টঃ গত ছয় মাসে ১০ হাজার কোটি টাকার বেশি কালো টাকা সাদা হয়েছে। অফিসিয়ালিRead More

ফেসবুক ও গুগলে বিজ্ঞাপন প্রচারে বছরে দেশের বাইরে চলে যায় ২ হাজার কোটি টাকা
দিলরুবা আক্তারঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে পণ্যের বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে দেশ থেকেRead More