কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অলি মিয়া (২২) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় রামপুর বাজারে অটোরিকশা মেরামতকালে এই দুর্ঘটনাটি  ঘটে। মৃত অলি মিয়া উপজেলার দলপা ইউনিয়নের রামনগর পশ্চিম পাড়া গ্রামের আলেক মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩ জুলাই) অটোচালক অলি মিয়া উপজেলার রামপুর বাজারে রাসেল মিয়ার ওয়ার্কশপের দোকানে তার নিজের ব্যাটারিচালিত অটোরিকশা মেরামত করতে যান।

সেখানে বিদ্যুতের তারে জরিয়ে গেলে বিদ্যুৎতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই মারা যান।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Share: