বাড়বে বৃষ্টি, কমবে গরম

দু-তিন দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে

রাজধানী ঢাকাসহ দেশের অনেক এলাকায় টানা কয়েক দিন ধরে চলছে ভ্যাপসা গরম। তবে দু-তিন দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে, তাতে গরমও কমবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান।

শুক্রবার (২৬ জুন) গণমাধ্যমকে তিনি বলেন, আষাঢ়ের প্রথম সপ্তাহে দেশজুড়ে বর্ষণের পর ঢাকাসহ অনেক এলাকায় বৃষ্টি হচ্ছে কম। এর মধ্যে রোদের প্রখরতাও বেড়েছে।

এমন আবহাওয়ায় বাতাসের প্রচুর জলীয় বাষ্প থাকে। সব মিলিয়ে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে অনেক দেশের বিভিন্ন এলাকায়। ইতোমধ্যে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় ভারি বর্ষণ শুরু হয়েছে। দুয়েক দিনের মধ্যে ঢাকাতেও বাড়বে। তখন গরমের অস্বস্তিও কাটবে।

শনিবারের আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া গণমাধ্যমকে বলেন, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল বিভাগের দুয়েক জায়গায় ভারি (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৯মিলিমিটারের উপরে) বর্ষণ হতে পারে।

Share: